বিয়ে করতে রাজি না হওয়ায় এক হিন্দু তরুণীকে নৃশংসভাবে খুন করলেন এক হিন্দু যুবক। ঘটনা উত্তর-পশ্চিম দিল্লীর বেগম বিহার এলাকার। গত ১৯শে ফেব্রুয়ারি সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, খুন হওয়া হিন্দু তরুণীর নাম নিতু। তাঁর পরিবার পূর্বে উত্তর প্রদেশের হারদই-এর বাসিন্দা হলেও বিগত কয়েক বছর তাঁরা বেগম বিহার এলাকায় বসবাস করতেন। সেখানেই তাদের প্রতিবেশী ছিল লয়িক খান। নিতুর পরিবার দিল্লী চলে এলেও লয়িক আসতো মাঝে মাঝে। নিতুর মা জানিয়েছেন যে বিগত কয়েকমাস ধরে তাঁর মেয়েকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল লয়িক। কিন্তু মুসলিম ছেলেকে বিয়ে করতে রাজি ছিল না নিতু। আর তাতেই ক্ষিপ্ত হয়ে যায় লয়িক।

ঘটনার দিন সন্ধ্যায় হাতুড়ি নিয়ে নিতুর বাড়িতে এসে লয়িক। দুজনের মধ্যে একপ্রস্থ কথা কাটাকাটি হয়। তারপরেই হাতুড়ি দিয়ে নিতুর দেহে আঘাত করে খুন করে লয়িক। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। পরে গতকাল অর্থাৎ ২০শে ফেব্রুয়ারি বেগম থানায় অভিযোগ দায়ের করে নিতুর পরিবার। পুলিশ লয়িকের বিরুদ্ধে IPC ৩০২ ধারায় মামলা দায়ের করেছে। তবে লয়িক পলাতক। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।
Image credit: OpIndia