বিয়ে বাড়িতে ভাড়া করা ক্যাটারিং সংস্থার হয়ে রুটি বানাতে এসেছিলেন এক যুবক। কিন্তু বিয়েতে আসা অথিতিদের জন্য বানানো তন্দুরি রুটিতে থুতু মিশিয়ে রোগ ছড়ানোর চেষ্টা করলেন ওই যুবক। পরে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা উত্তর প্রদেশের মীরাটের এরোমা গার্ডেনের। ওই যুবকের নাম নওশাদ ওরফে সোহেল ।
জানা গিয়েছে, গত ১৬ই ফেব্রুয়ারি ওই গার্ডেনে একটি হিন্দু বিয়ের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে রুটি বানানোর জন্য আসা ক্যাটারিং সংস্থার সঙ্গে রুটি বানাতে এসেছিল নওশাদ। কিন্তু রুটি বানানোর ফাঁকে সে তন্দুরি রুটিতে নিজের থুতু মিশিয়ে রাখছিল। সেই ঘটনার ভিডিও রেকর্ড করেন একজন। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরেই অনেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবি তুলতে থাকেন।
ভিডিও দেখে কয়েকজন মীরাটের ঘটনা বলে চিহ্নিত করেন। তারপরেই পুলিশে অভিযোগ দায়ের হয়। পুলিশ বিডিও দেখে চিহ্নিত করে নওশাদকে। তারপর তাকে গ্রেপ্তার করা হয়।
তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০, ১৮৮ এবং Epidemic disease আইনের ৩ নং ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে তার আগে স্থানীয় কয়েকজন ক্ষুব্ধ বাসিন্দা নওশাদকে মারধর করেন।