গঙ্গারামপুর থেকে অপহৃতা হিন্দু নাবালিকাকে হরিয়ানা থেকে উদ্ধার করলো পুলিশ। সেইসঙ্গে নাবালিকার অপহরণকারী হাকিমুল সরকার ওবং তাঁর এক সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার অন্তর্গত মল্লিকপুর গ্রামের বাসিন্দা ওই হিন্দু নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মিনা পাড়া গ্রামের যুবক হাকিমুলের। গত ১লা ফেব্রুয়ারি ওই যুবতীকে বাড়ির সামনে থেকে বাইকে তুলে নিয়ে যায় হাকিমুল। তারপর তাঁর আর কোনো খোঁজ পাচ্ছিল না পুলিশ। ঘটনার পর নাবালিকার পিতা গঙ্গারামপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ পলাতক হাকিমুল ও তাঁর এক সঙ্গীকে গ্রেপ্তার করে। তাদের জেরা করে পুলিশ জানতে পারে যে ওই নাবালিকাকে হরিয়ানায় পাচার করে দেওয়া হয়েছে। তারপরই গঙ্গারামপুর থানার পুলিশের একটি টিম হরিয়ানায় যায়। গত সেখানে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় গুরগাঁও থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে। ওই নাবালিকাকে তাঁর পিতা-মাতার হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের ভূমিকায় এবং তাদের মেয়েকে ফিরে পেয়ে তাঁরা খুশি।