CAA আইন কোনওভাবেই লাগু হতে না দেওয়ার এজেন্ডায় অনড় কংগ্রেস। এমনকি সারা আসাম জুড়ে CAA-এর বিরুদ্ধে জোরদার প্রচার শুরু করেছে কংগ্রেস ও তাঁর সঙ্গী দলগুলি। আর শিবসাগরের সভা থেকে এই প্রচারের সূচনা করে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর ওর ফলে আসামের CAA বিরোধী মুসলিম ভোটের সমর্থন কংগ্রেস পেলেও হিন্দু বাঙালির ভোটারদের সমর্থন হারাচ্ছে কংগ্রেস।
ইতিমধ্যে সারা আসাম থেকে ‛গামোসা’(গামছা) সংগ্রহ শুরু করেছে কংগ্রেস। প্রতিটি গামোসায় লাল কালিতে CAA লিখে তা কাটা রয়েছে। আর এতেই কংগ্রেসের চিরাচরিত সমর্থক হিন্দু বাঙালিরা দূরে সরে যাচ্ছে কংগ্রেস থেকে। অনেকেই কংগ্রেসের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের এই CAA বিরোধী মনোভাব ও প্রচার বুমেরাং হতে পারে। বাঙালি ভোটাররা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে বাঙালি অধ্যুষিত জেলায় কংগ্রেস প্রার্থীদের কপালে দুঃখ আছে বলেই তাদের মত।