সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উৎসব কিংবা পূজার সময় এলেই প্রতিমা ভাঙা শুরু হয়ে যায় বাংলাদেশে। আগামীকাল সরস্বতী পূজা। আর এবারও তাঁর ব্যতিক্রম হলো না। সরস্বতী পূজার পূর্বেই প্রতিমা ভাঙচুর করার ঘটনার খবর এলো ব্রাহ্মণবাড়িয়া থেকে।
জানা গিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া উপজেলার নাসিরনগর এলাকার কুটই গ্রামে সরস্বতী প্রতিমা তৈরি করেছিলেন এক মৃৎশিল্পী। সামনেই পূজা, তাই প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। কিন্তু গতকাল রাতের অন্ধকারে প্রতিমা ভাঙচুরের চেষ্টা চালায় মৌলবাদীরা। তাঁরা প্রতিমার কিছু অংশে ভাঙচুর করে।
আজ সকালে ওই মৃৎশিল্পী দেখেন বেশ কয়েকটি প্রতিমার অনেক অংশই ভাঙা। তিনিই স্থানীয়দের খবর দেন। সূত্রের খবর, স্থানীয় কিছু প্রভাবশালী নেতারা যায় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এমনকি পুলিশে যাতে অভিযোগ দায়ের না করা হয়, তার জন্য চাপ সৃষ্টি করছেন।