কথায় বলে প্রেম জাত-পাত ও ধর্ম মানে না। অনেকক্ষেত্রে এমনও দেখা গিয়েছে যে প্রেমিককে বিয়ে করতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন মুসলিম প্রেমিকা। কিংবা এর উল্টোটা দেখা গিয়েছে। কিন্তু এবার হিন্দু প্রেমিকাকে বিয়ে করতে ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করলেন মুসলিম প্রেমিক। ঘটনা আসামের বদরপুরের।
জানা গিয়েছে, বদরপুরের রেলকর্মী আয়ুব আলীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ত্রিপুরার মালবিকা দাস নামে এক হিন্দু তরুণীর। আয়ুব আলী আদতে বিহারের বাসিন্দা। দুজনেই একে অপরের সঙ্গে একসাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। কিন্তু বাদ সাধে দুজনের ধর্মীয় পরিচয়। প্রথম থেকেই এই বিয়েতে আপত্তি জানিয়েছিলো দুজনের পরিবার। কিন্তু দুজনে একসাথে জীবন কাটাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। শেষমেশ আয়ুব আলী হিন্দু ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন।
গত ১৩ই ফেব্রুয়ারি আয়ুব আলী স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেন। হিন্দু ধর্ম গ্রহন করে তাঁর নতুন নাম হয় পল্লব দাস। তারপর আদালতে দুজনে বিয়ে করেন। এই ঘটনা ঘিরে বদরপুর রেল কলোনিতে চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে অনেকেই তাদের এই বিয়েকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছিল যে ধর্মে ধর্মে হিংসা ও ভেদাভেদ দূর করতে ভিন ধর্মে বিয়ে একমাত্র উপায়। আর বাস্তবে তা করে দেখালেন মালবিকা ও আয়ুব ওরফে পল্লব।