দিন দিন ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পক্ষে বসবাসের অযোগ্য হয়ে উঠছে বাংলাদেশ। এর এর নেপথ্যে রয়েছে দেশটিতে মৌলবাদী শক্তির ক্রমবর্ধমান কার্যকলাপ। মন্দির ভাঙচুর, হিন্দুদের বাড়ি-ঘরে হামলার ঘটনা তো আছেই, এবার মৌলবাদীদের দাবি ইসকনের মন্দির বন্ধ করতে হবে।
গতকাল ১১ই ফেব্রুয়ারি, বরিশালের ভোলার হাটখোলা জামে মসজিদের সামনে এক বিক্ষোভ সমাবেশের ডাক দেয় মৌলবাদীরা। তাঁরা বিশাল ব্যানার নিয়ে বিক্ষোভ সমাবেশে সামিল হয়। সেই ব্যানারে লেখা ছিল- “ ভোলা বাপ্তা মহাজনেরপুল উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনের আস্তানা স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ”। বিক্ষোভ সামিল মুসলিম মৌলবাদী জনতা ইসকনের কাজকর্ম বন্ধের দাবিতে স্লোগান দেয়।
আর এই ঘটনার পরই আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভোলার সংখ্যালঘু হিন্দুদের মধ্যে। তাদের আশঙ্কা, মুখে ইসকনের কথা বললেও হিন্দুদের টার্গেট করা হতে পারে। কারণ অতীতে অনেক ঘটনায় দেখা গিয়েছে যে, এইরকম বিক্ষোভ সমাবেশে উস্কানি থেকেই হিন্দুদের ওপর আক্রমণ করার ঘটনা ঘটে।