চার্চে ব্যাপটাইজ করানোর সময় ফুসফুসের ভিতরে জল ঢুকে এক দেড় মাসের শিশুর মৃত্যু ঘিরে চরম আলোড়ন ছড়িয়েছে রোমানিয়ায়। ইতিমধ্যেই ওই অর্থোডক্স চার্চের ফাদারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে সে দেশের সরকার। পাশপাশি ওই চার্চের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
গত সোমবার উত্তর-পূর্ব রোমানিয়ার সুসাভা শহরে এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, এক দম্পতি তাদের দেড় মাস বয়সী শিশুকে ব্যাপটাইজ করানোর জন্য কাছের অর্থোডক্স চার্চে নিয়ে গিয়েছিলেন। শিশুটিকে ব্যাপটাইজ করানোর সময় যখন তাকে জলে ডোবানো হয়, সেসময় শিশুটির ফুসফুসের ভিতরে জল ঢুকে যায়। তারপরই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। চিকিৎসকরা জানিয়েছেন যে, শিশুটি কার্ডিয়াক এরেস্ট-এর কারণে মৃত্যু হয়েছে।
আর এই ঘটনায় রোমানিয়াজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আর তাতে চাপে পড়ে তদন্তের নির্দেশ দিয়েছে সে দেশের সরকার। ইতিমধ্যেই দেশের বিরাট সংখক জনতা ব্যাপটাইজ করার নিয়ম পরিবর্তন করার দাবিতে গণ স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছেন।
Image: AFP