বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্থানের ওপর হামলার ঘটনা অব্যাহত। আবারও মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করা হলো প্রতিমা। এখানেই থেমে থাকেনি মৌলবাদীরা, প্রতিমা ভেঙে তাতে আগুন লাগিয়ে দেয় মৌলবাদীরা। ঘটনা সেই দিনাজপুর জেলার।
একদিনে দুইটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের পর আবারও বাংলাদেশের দিনাজপুর জেলার চিরিবন্দর থানাধীন ৭ নং আউলিয়া পুকুর ইউনিয়ন এর ছোটবাউল গ্রামে সত্যেন চন্দ্র রায় এর পারিবারিক মন্দিরে রাতের অন্ধকারে রীতিমতো তান্ডব চালিয়ে মনসা এবং শিব মূর্তি ভাঙচুর করেছে। গত ১লা ফেব্রুয়ারি গভীর রাতে এই ঘটনা ঘটে।
উল্লেখ্য, এই ঘটনার মাত্র একদিন আগে একই ইউনিয়নের স্থানীয় শ্রী শ্রী মা চিবুকা দেবী সার্বজনীন কালী পূজা মন্ডপ এবং বৈদেশির হাট কালী মাতার মন্দিরে অর্থাৎ একযোগে দুইটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।
একই এলাকায় টানা তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। অনেকের ধাওনা অবশ্যই কোন একটি মৌলবাদী সাম্প্রদায়িক চক্রের সুদূরপ্রসারী চক্রান্ত। তাদের কথায়, পরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসেবেই কি দিনাজপুরের চিরিবন্দর থানাধীন মন্দিরের প্রতিমাগুলো বারবার ভাঙচুর চলছে???