সারা বিশ্বের মত বাংলাদেশেও করোনা মহামারীর প্রকোপ পড়েছিল। কিন্তু চীন পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েও সরে যায়। শেষমেশ প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র ভারত সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মৈত্রীর নিদর্শন হিসেবে ভারত ২০ লাখ ভ্যাকসিন পাঠায় বাংলাদেশে। সেই ভ্যাকসিন দিয়ে ইতিমধ্যেই টীকাকরণ অভিযান শুরু হয়েছে বাংলাদেশে। কিন্তু এরই মধ্যে ভারতের করোনা ভ্যাকসিনের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে সেদেশের কিছু মহল।
বাংলদেশের মাটিতে থাকা ভারত বিরোধী মৌলবাদী শক্তিগুলি জোর প্রচার চালাচ্ছে ভারতীয় ভ্যাকসিনের বিরুদ্ধে। তাদের দাবি, ভারতের ভ্যাকসিন নিরাপদ নয়। এমনকি সেদেশের সাধারণ জনতাকে ভারতীয় ভ্যাকসিন না নিতে আহ্বান জানিয়েছে তাঁরা। ফলে ভ্যাকসিন অভিযান প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন সে দেশের সেরা হাসপাতালের চিকিৎসকরা।
ভারত বিনামূল্যে ভ্যাকসিন পাঠালেও সেরাম ইনস্টিটিউট-এর ভ্যাকসিন কিনছে বাংলাদেশ। ফলত, ভারত বিরোধী মৌলবাদীদের এমন অপপ্রচারের বিরুদ্ধে উদ্যোগ নিয়েছেন দেশের তাবড় চিকিৎসক ও স্বাস্থ্য বিজ্ঞানীরা। তাঁরা নিজেরা ভ্যাকসিন নিয়েছেন এবং নিজেরা সুস্থ রয়েছেন, এমন কথা জানিয়েছেন তাঁরা। পাশপাশি, সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন দেওয়ার কাজ সুষ্ঠভাবে পরিচালনা করতে একটি মোবাইল এপ্লিকেশন চালু করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফে।