এক হিন্দু মহিলাকে খ্রিস্টান ধর্মে ধর্মে ধর্মান্তিরত হতে চাপ দেওয়ায় ওই মহিলার পিতা-মাতা এবং আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা মধ্য প্রদেশের ইন্দোরের।
গত ২৬শে জানুয়ারি, ইন্দোরের গুজারখেরা গ্রামের বাসিন্দা শালিনী কৌশল নামে এক মহিলা থানায় অভিযোগ দায়ের করেন যে, তাকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্য জোর করা হচ্ছে। এমনকি, ওই মহিলার অভিযোগ স্বয়ং তাঁর পিতা মাতা ও অন্যরা মিলে তাকে মারধরও পর্যন্ত করেছে। এই অভিযোগ পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেয় ভানোয়ারকুয়া থানার পুলিশ।
অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মান্তরণ বিরোধী আইনে মামলা দায়ের করার পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতে তোলা হলে সেসন্স জজ তাদের জামিনের আবেদন প্রত্যাখ্যান করেন।
ওই মহিলার অভিযোগ, তাঁর পিতা-মাতা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে এবং চার্চ এবং বিভিন্ন প্রেয়ার মিটিংয়ে যাওয়া আসা করেন। কিন্তু সে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হতে ইচ্ছুক ছিলেন না। ফলে প্রথমে ধর্মান্তরিত হওয়ার জন্য নানারকম প্রলোভন দেওয়া হতো তাকে। বলা হয়েছিল যে যীশুর নাম নিলে তাঁর জীবনের আৰ সমস্যার সমাধান হবে এবং জীবনে সুখ নেমে আসবে। কিন্তু রাতেও খ্রিস্টান ধর্ম রাজি ছিলেন না ওই মহিলা। তারপরেই তাকে ঘুরতে যাওয়ার নাম করে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে- এমন চাপ সৃষ্টি করা হয় তাঁর ওপর। কিন্তু রাজি না হওয়ায় মারধর করা হয়। আপাতত, পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।