সারা দেশেই শ্রী রাম মন্দির নির্মাণের জন্য বাড়ি বাড়ি অর্থ সংগ্রহের অভিযান চলছে। কিন্তু এর আগে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এই অভিযানে যাওয়া RSS, VHP কার্যকর্তাদের মারধর করেছিল মুসলিম দুষ্কৃতীরা, এমন খবর সামনে এসেছিল। এবার সেই একই জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর থেকেও একই রকম ঘটনার খবর এলো।
আজ ২৭শে জানুয়ারি, সকালে শ্রী রাম মন্দিরের নির্মাণের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে কয়েকজন যুবক, যারা RSS ও VHP-এর সদস্য রামনগরে অভিযান শুরু করে। কিন্তু কিছুক্ষনের মধ্যেই তাঁরা বাধার সম্মুখীন হয়। স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর মোল্লা তাদেরকে একটি ঘরে নিয়ে যায়। সেই ঘরে কয়েকজন মুসলিম দুষ্কৃতী উপস্থিত ছিল। তাঁরা RSS ও VHP কার্যকর্তাদের হুমকি দিয়ে বলে যে, এই এলাকায় রাম মন্দির নির্মাণের জন্য কোনো অর্থ সংগ্রহ চলবে না। এমনি, কথা অমান্য করে যদি এলাকায় অর্থ সংগ্রহ অভিযান করা হয়, তাহলে ফল ভালো হবে না।
এই হুমকির পাশাপাশি জাহাঙ্গীর মোল্লা ওই কার্যকর্তাদের কাছ থেকে অর্থ সংগ্রহের দায়িত্বে থাকা গঙ্গাসাগর জেলার নেতা শুভেন্দু হালদারের ফোন নম্বর নিয়ে নেয়। তারপর 8926358630 -এই নম্বর থেকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। সেই ফোনের রেকর্ড Hindu Voice-এর হাতে রয়েছে। পাশাপাশি, ওই ফোন নম্বর থেকে কল করা ব্যক্তি এমনও হুমকি দেয় যে, আমার এলাকায় এলে গলা কেটে খুন করবো। আর এই ঘটনার পর অর্থ সংগ্রহে যাওয়া কর্মীরা ও স্বেচ্ছাসেবকরা আতঙ্কিত।