কৃষক আন্দোলনের নামে হিংসা সৃষ্টি করে দিল্লীর লালকেল্লায় খালিস্তানী পতাকা ওড়ানোয় উচ্ছাস প্রকাশ করলো পাকিস্তান মুসলিম লীগ। তাঁরা তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সেই ছবি প্রকাশ করে লিখেছে যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। সেইসঙ্গে শিখ ও মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছে পাকিস্তান মুসলিম লীগ।

উল্লেখ্য, অল পাকিস্তান মুসলিম লীগ(APML) দলটির প্রতিষ্ঠাতা পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ। জাতীয় পতাকার স্থানে শিখ সম্প্রদায়ের নিশান সাহিব এবং খালিস্তানী পতাকা লাগানো হয়। আর তাঁরা এই ঘটনায় উচ্ছাস প্রকাশ করায় চাঞ্চল্য ছড়িয়েছে।

গতকাল দিল্লীর বুকে ট্রাক্টর মার্চের ডাক দেয় কৃষক সংগঠনগুলি। কিন্তু ট্রাক্টর মার্চ শুরু হওয়ার পরই হিংস্র হয়ে ওঠে কৃষকরা। লালকেল্লা উগ্রপন্থীদের দখলে চলে যায়। একের পর ব্যারিকেড ভাঙা হয়। মোতায়েন থাকা পুলিশ কর্মীদের ওপর ট্রাক্টর চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এমনকি কয়েকজন খালিস্তানী উগ্রপন্থী তলোয়ার নিয়ে তাড়া করেন পুলিসকর্মীদের। এমনকি কয়েকজন পুলিশ কর্মীকে বেধড়ক পেটানো হয়। রাত পর্যন্ত খবর, মোট ৭৬ জন পুলিশ গুরুতর আহত হয়েছেন।