গরু পাচার কাণ্ডে জড়িত তৃণমূল নেতা বিনয় মিশ্রর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। সূত্রের খবর আজ কলকাতার এক বিশেষ আদালত এই পরোয়ানা জারি করে।
এর আগে তদন্তে সহযোগিতা করার জন্য চার বার নোটিস পাঠিয়ে ডেকে পাঠান হয়েছে বিনয় মিশ্রকে। কিন্তু ওই নেতা হাজিরা দেননি। শেষমেশ বাধ্য হয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো সিবিআই।
প্রসঙ্গত, তৃণমূল নেতা, বিএসএফ-এর একাংশ এবং পাচারকারীদের যোগসাজসে রমরমা গরু পাচারের কারবার চলতো ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। সেই খবর পাওয়ার পরই গত ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সালে মামলা দায়ের করে CBI। তদন্তকারী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, বিএসএফ-এর ৩৬ নং ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সতীশ কুমার সরাসরি বাংলাদেশে গরু পাচারে যুক্ত। সেইসঙ্গে পাচারের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করতেন তৃণমূল নেতা বিনয় মিশ্র। বিনয় মিশ্র আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর ঘনিষ্ঠ। ফলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।