ছাত্র-যুবদের মাওবাদী পুস্তিকা বিতরণ এবং জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার দায়ে কেরালার এক যুবককে গ্রেপ্তার করলো NIA। ধৃত ওই যুবকের নাম বিজিত বিজয়ন। গত বৃহস্পতিবার কেরালার কোঝিকোড় থেকে গ্রেপ্তার করেন NIA গোয়েন্দারা।
জানা গিয়েছে, বিজিত নিষিদ্ধ মাওবাদী সংগঠনের প্রচার বিভাগের দায়িত্বে ছিলেন। সে মাওবাদী মতবাদের পুস্তিকা ও প্রচারপত্র ইংরেজি থেকে মালয়ালম ভাষায় অনুবাদ করতো এবং সেসব পুস্তিকা প্রকাশ করতো। তারপর সেসব ছাত্র ও যুবকদের বিতরণ করে তাদের মাওবাদে উদ্বুদ্ধ করার কাজ করতো।
NIA সূত্রে খবর, বিজিত বি টেক পাশ করেছেন এবং সে কোঝিকোড় এবং আশেপাশের এলাকায় একাধিক টিউশন সেন্টারে ছাত্র-ছাত্রীদের পড়ানোর কাজ করতো। আর ছাত্রদের পড়ানোর মাঝেই মাওবাদী মতবাদের বিভিন্ন প্রচারপত্র ও পুস্তিকা বিতরণ করার পাশাপাশি তাদের মগজ ধোলাইয়ের কাজ করতো। শেষমেশ তাকে গ্রেপ্তার করলো NIA।