প্রকাশ্যে দিনের আলোয় নিকিতা তোমারকে গুলি করে খুন করার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌসিফের দাবি যে সে নিকিতাকে খুন করেনি। বরং নিকিতার পরিবার তাদের মেয়েকে খুন করেছে, এমনটাই তাঁর দাবি। এমনকি সে তাঁর দাবি জানিয়ে ইতিমধ্যে পুরো ঘটনার পুনরায় তদন্ত করার দাবি জানিয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে পিটিশন দায়ের করেছে।
দায়ের করা পিটিশনে তৌসিফ দাবি করেছে যে নিকিতাকে তাঁর পরিবারের লোকেরা নিজেদের পরিবারের সম্মান রক্ষার্থে খুন করেছে। আর সেই খুনের অভিযোগ থেকে বাঁচতে তাঁর নামে FIR করা হয়েছে। তাই এই মামলার পুনরায় তদন্ত করা হোক। আর তাঁর পিটিশন দায়ের করার পরই মামলার রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, মুসলিম যুবককে বিয়ে করতে রাজি না হওয়ায় প্রকাশ্য দিবালোকে হিন্দু তরুণী নিকিতা তোমারকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে খুন করে মহম্মদ তৌসিফ। সেই ঘটনা সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে। আর সেই ঘটনার ভিডিও সারা দেশে ভাইরাল হওয়ার পরে ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনরা। ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছিল, নিকিতাকে খুব কাছ থেকে গুলি করছে মহম্মদ তৌসিফ। তাঁর অন্য সঙ্গী মহম্মদ রিহান গুলি করার পর তৌসফকে টেনে গাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারপরও এমন দাবি এবং সেই দাবিতে পিটিশন দায়ের করার পর রায়দান স্থগিত করার সিদ্ধান্ত, যথেষ্ট হতাশাজনক বলেই মনে করা হচ্ছে।