ব্রাজিলকে ইতিমধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন পাঠিয়েছে ভারত। আর ভ্যাকসিন পাওয়ার পরই এক অভিনব উপায়ে ভারতকে ধন্যবাদ জানালো ব্রাজিল।
ভারতকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পবনপুত্র শ্রী হনুমানের একটি ছবি পোস্ট করেছেন ব্রাজিলের রাষ্ট্রপতি জয়ের বলসোনারো। ছবিতে দেখা যাচ্ছে যে শ্রী হনুমান এক হাতে পর্বত ও ভ্যাকসিন নিয়ে উড়ে যাচ্ছেন ব্রাজিলে। আর অন্য হাতে গদা ধরা রয়েছে। আর নিচে পর্তুগিজ ভাষায় লেখা রয়েছে ‛Obrigado’- যার অর্থ ধন্যবাদ।
ব্রাজিলের রাষ্ট্রপতির এই ছবি রামায়ণের থেকে যে অনুপ্রাণিত, তা বলাই বাহুল্য। কারণ শক্তি শেলের আঘাতে আহত লক্ষণের চিকিৎসার জন্য পর্বত হাতে নিয়ে লঙ্কায় উড়ে এসেছিলেন পবনপুত্র শ্রী হনুমান। তারপরেই সুস্থ হয়ে উঠেছিলেন লক্ষণ। একইভাবে ভারত করোনা ভ্যাকসিন পৌঁছে দিয়েছে ব্রাজিলের মানুষের সুস্থতার লক্ষে। আর তাই ভারতের ঐতিহ্যকে সম্মান জানিয়ে ধন্যবাদ জানালো ব্রাজিল।