সারা দেশেই হিন্দু মন্দিরে হামলার ঘটনা বাড়ার পাশাপাশি হিন্দু সাধু-সন্ন্যাসী ও মন্দিরের।পুরোহিতদের ওপর হামলার ঘটনা ঘটছে। এরকমই একটা নতুন ঘটনার খবর এলো উত্তর প্রদেশের লখনৌ শহর থেকে।
জানা গিয়েছে, লখনৌ শহরের বাইরে শিবপুরী গ্রামে ওই মন্দিরটি অবস্থিত। মন্দিরের বাইরে একটি কুঁড়েঘরে থাকতেন পুরোহিত সন্ত ফকির দাস(৮০)। আজ সকালে স্থানীয়রা দেখেন যে মন্দিরের ভিতরে ওই পুরোহিতের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। লখনৌ গ্রামীন-এর পুলিশ সুপার হির্দেশ কুমারসহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পুরো মন্দির চত্বর ঘুরে দেখে।
পুলিশ সুপার জানিয়েছেন যে, মন্দিরের ভিতরে ওই পুরোহিতের মৃতদেহ পড়ে ছিল। তবে দুষ্কৃতীরা মন্দিরের ভিতরের কোনো জিনিস চুরি করেনি। এমনকি প্রণামী বাক্সতেও হাত দেওয়া হয়নি। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Image credit: ANI