সারা দেশেই হিন্দু মন্দিরে হামলার ঘটনা বেড়ে চলেছে। অন্ধ্র প্রদেশের পর এবার ঘটনা তামিলনাড়ুর। ভেলোর জেলার এক হিন্দু মন্দিরে হামলা চালিয়ে মন্দিরটিকে চার্চে রূপান্তরিত করার চেষ্টা করলেন এক খ্রিষ্টান ব্যক্তি। সেই চেস্টাস্বরূপ ওই ব্যক্তি মন্দিরের ভিতরে ও বাইরে ‛ক্রস’ চিহ্ন এঁকে দিলেন।
Commune Mag নামে এক নিউজ পোর্টালের খবর অনুযায়ী, নাতারামপল্লী থানার অন্তর্গত এলাপ্পাল্লি গ্রামে আম্মান দেবতার মন্দিরটি অবস্থিত। গত ১৪ই জানুয়ারি, পোঙ্গল উৎসবের দিন ওই মন্দিরে হামলা চালায় গ্রামেরই বাস্কর নামে এক খ্রিষ্টান ব্যক্তি। সে ওইদিন রাতে মন্দিরের ভিতরে ঢুকে সাদা রং দিয়ে মন্দিরের ভিতরে জিনিসপত্র ভাঙচুর করে। পাশাপাশি, মন্দিরের ভিতরের মেঝেতে খ্রিস্টানদের ক্রস চিহ্ন এঁকে দেয় সে। এছাড়াও, মন্দিরের ভিতরের দেওয়ালে ক্রস চিহ্ন এঁকে দেয়। গ্রামবাসীরা তাঁর প্রতিবাদ করলেও তাদেরও হুমকি দেয় ওই ব্যক্তি।
উল্লেখ্য, এর আগেও একবার ওই মন্দিরে হামলা চালিয়েছিল ওই একই ব্যক্তি। সেই সময় নাটরামপল্লী থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু সেইসময় ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ, এমনই অভিযোগ স্থানীয় হিন্দু বাসিন্দাদের। তাই এবার অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে স্থানীয় হিন্দু বাসিন্দারা।