অযোধ্যায় ভব্য শ্রী রাম মন্দির নির্মাণ কল্পে অর্থ দান করার কথা ঘোষণা করলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। পাশপাশি এক ভিডিওতে অনুপ্রেরণামূলক বার্তা দিয়ে সবাইকে।মন্দির নির্মাণে অর্থ দান করারও আহ্বান জানালেন। ভিডিওতে সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়ে বলেন যে সবার উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী মন্দির নির্মাণে অর্থ দান করা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের জীবন ও চরিত্র থেকে শিক্ষা নিতে পারে।
ভিডিও বার্তায় রাম সেতু নির্মাণে কাঠবিড়ালির অবদানের কথাও মনে করিয়ে দেন অক্ষয় কুমার। তাঁর কথায়, সেতু নির্মাণে কাঠবিড়ালি ক্ষুদ্র হয়েও সে সেতু নির্মাণে প্রভু শ্রী রামকে সহায়তা করতে এগিয়ে এসেছিল। একইভাবে আমাদের সবাইকে নিজেদের সামর্থ্য অনুযায়ী শ্রী রাম মন্দির নির্মাণে এগিয়ে আসা উচিত। তবে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার নিজে কত টাকা দান করেছেন, তা অবশ্য খোলসা করেননি তিনি।
উল্লেখ্য, শ্রী রাম মন্দির নির্মাণ সাধারণ মানুষের স্বতস্ফূর্ত দানেই সম্পূর্ণ করা হবে- তা আগেই।ঘোষণা করেছিল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। সেই ঘোষণা অনুযায়ী কয়েকদিন আগেই সারা দেশজুড়ে শুরু হয়েছে অর্থ সংগ্রহ অভিযান। আর সেই অভিযানে সারা দেশেই অভূতপূর্ব সাড়া মিলেছে। তবে অক্ষয় কুমার প্রথম নয়, এর আগে বলিউডের পরিচালক মণীশ মুন্দ্রা মন্দির নির্মাণে ১ কোটি টাকা দান করেছেন।