সোশ্যাল মিডিয়ায় সায়নী ঘোষকে নিয়ে বিতর্কে নতুন মাত্রা যোগ হলো। এবার ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার অভিযোগে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হলো। অভিযোগকারী যে সে নন, তথাগত রায়। ফলে সায়নী ঘোষের সমস্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আজ শ্রী তথাগত রায় রবীন্দ্র সরোবর পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন। দায়ের করা অভিযোগে তথাগত বাবু উল্লেখ করেছেন যে তিনি একজন নিষ্ঠাবান হিন্দু হওয়ার পাশাপাশি ভগবান শিবের একজন ভক্তও বটে। এমনকি মানস সরোবর যাত্রাও করেছেন তিনি। কিন্তু সায়নী ঘোষ একটি ছবি আপলোড করেন, যেখানে একজন মহিলা শিব লিঙ্গে কন্ডোম পরাচ্ছেন। তা দেখে তাঁর ধর্মীয় অনুভূতি আঘাত প্রাপ্ত হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। তাই IPC 295(A) ধারায় সায়নী ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তথাগত বাবু।