বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দিরে ধর্মীয় মৌলবাদীদের হামলা অব্যাহত। প্রায়ই রোজই মৌলবাদীরা কোনও না কোনও মন্দিরকে নিশানা করছে। ফলে সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, যেখানে হিন্দু মন্দির সুরক্ষিত।
রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কুড়িগ্রামের একটি মন্দিরে হামলা চালিয়ে ৮টি প্রতিমা ভাঙচুর করলো মৌলবাদীরা। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার খান পাড়া গ্রামের শিতলী পাট মন্দিরে এই ঘটনা ঘটে বলে অনুমান। কারণ পরেরদিন অর্থাৎ শুক্রবার সকালে স্থানীয়রা মন্দিরের ভিতরে ভাঙা প্রতিমা পড়ে থাকতে দেখেন। তাঁর দেখেন যে মন্দিরের ভিতরে থাকা ৮টি প্রতিমা ভাঙচুর করে ফেলে দেওয়া হয়েছে।
শীতলপাট মন্দিরে পাশের বাসিন্দা শ্যামল রায় জানান, শুক্রবার গভীর রাতে কে বা কারা তাঁদের বাড়ির এক পাশে থাকা শীতলপাট মন্দিরের আধা পাকা উন্মুক্ত ভবনের ভেতরে প্রবেশ করে ৮টি মূর্তি ভাঙচুর করে। তিনি জানান, পরদিন সকাল ছয়টার দিকে বাড়ির কমলী রানী দাস নামের এক নারী প্রতিদিনের মন্দিরের লাইট বন্ধ করতে গিয়ে ঘটনাটি দেখে চিৎকার করেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে দেখেন যে মন্দিরের ভেতরে থাকা ৮ টি মূর্তির সব কটি ভাঙা অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিক বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়। মন্দির কমিটির সভাপতি শ্রী প্রদীপ রায় জানান, প্রায় ২৫ বছর থেকে এ মন্দির পুজা অর্চনা করে আসছি। এখানে আজো অব্দি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু গতকালের এ ঘটনায় আমি মর্মাহত। জেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেওয়া হয়েছে।