ত্রিপুরা হয়ে দিল্লী যাওয়ার পথে নিউ জলপাইগুড়িতে গ্রেপ্তার ১০ রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী।
ভারতে রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের স্রোত যেন থামছেই না। কয়েকদিন আগেই ৫ জনকে গ্রেপ্তার করার পরই এবার আরও ১০ রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে নিউ জলপাইগুড়ি স্টেশনে গ্রেপ্তার করলো রেল পুলিশ। ট্রেন সেই একই- আগরতলা থেকে দিল্লী রাজধানী এক্সপ্রেস।
জানা গিয়েছে, গত ১৩ তারিখ আগরতলা হয়ে ট্রেনটি আসার পথে গুয়াহাটিতে B-7 কোচে একজন টিকিট পরীক্ষকের নজরে পড়ে ওই দলটি। তিনি তখন রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা টিমকে বিষয়টি জানান। তারপরেই ট্রেনটি ১ টা ৪০ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকলে রেল পুলিশ ট্রেনে ওঠে। তাঁরা কোনরকম ভারতের নাগরিকত্বের কোনও প্রমাণ দেখাতে না পারায় ওই ১০ জনের দলটিকে ট্রেন থেকে নামিয়ে নেয়। তারপর জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জেরায় তাঁরা জানায় যে, তাঁরা বাংলাদেশের কক্সবাজার এলাকার কুতুপালং শরণার্থী শিবিরে থাকতো। তাঁরা সেখান থেকে পালিয়ে কুমিল্লা হয়ে ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে পৌঁছে যায়। তারপর দালাল মারফত সোনামুড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। তারপর সেই দালালই তাদের ট্রেনের টিকিট কেটে আগরতলায় ট্রেনে তুলে দেয়। তাঁরা দিল্লী যেতে চেয়েছিল।
উল্লেখ্য, বিগত কয়েকমাসে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশ ব্যাপক হারে বেড়ে গিয়েছে। যেসব অনুপ্রবেশকারী ধরা পড়ছেন, তাঁরা সকলেই দিল্লী যাওয়ার চেষ্টা করছিলেন। আর সকলেই আগরতলা-দিল্লী রাজধানী এক্সপ্রেস করেই দিল্লী যাওয়ার চেষ্টা করছেন। ফলে রোহিঙ্গাদের ভারতে অনুপ্রবেশ করানোর পিছনে কোনো দালাল চক্র সক্রিয় রয়েছে বলে মনে করছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। ফলে ওই রুটের সব ট্রেনেই নজরদারি বাড়ানো হয়েছে।