সারা দেশের ধর্মপ্রাণ হিন্দু জনতার কাছ থেকে সাহায্য নিয়েই অযোধ্যায় ভব্য শ্রী রাম মন্দির নির্মাণের কথা আগেই ঘোষণা করেছিল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। সেই ঘোষণা অনুযায়ী আজ থেকেই সারা ভারতজুড়ে শুরু হয়েছে অর্থ সংগ্রহ অভিযান। আর সেই অভিযানের প্রথম দিনে ৫ লাখ টাকা দান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সূত্রের খবর, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কাছে মন্দির নির্মাণের কাজে অর্থ দান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি। সেইমত ট্রাস্টের স্বেচ্ছাসেবকরা দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে। নিরাশ করেননি রাষ্ট্রপতি। শ্রী রাম মন্দির নির্মাণে ৫ লাখ টাকা দান করেন তিনি। সেইসঙ্গে ট্রাস্টের উদ্যোগে অযোধ্যায় ভগবান শ্রী রামের ভব্য রাম মন্দিরের নির্মাণ কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে, এই আশা প্রকাশ করেন তিনি।