বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে হুমকি দিলেন উত্তরবঙ্গের মুসলিমদের একাংশ। তাদের দাবি, খুব দ্রুত উত্তরবঙ্গের নস্যশেখদের জন্য প্রস্তাবিত নস্যশেখ উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। তাদের দাবি যদি না মানা হয়, তাহলে তৃণমূলকে ভোট না দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
গত মঙ্গলবার জলপাইগুড়ি পলিটেকনিকের সামনে নস্যশেখ উন্নয়ন পরিষদের একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকে একাধিক দাবি জানিয়ে কড়া বার্তা দেওয়া হয় সরকারকে। পরিষদের সম্পাদক আমিনাল হক সাংবাদিকদের বলেন, উত্তরবঙ্গে প্রায় ৪০ লক্ষ নস্যশেখ বসবাস করেন। তাদের উন্নয়নের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু তা পূরণ হয়নি। ফলে বিধানসভা নির্বাচনের আগে যদি নস্যশেখ উন্নয়নবোর্ড গঠন করা না হয়, তাহলে মমতা ব্যানার্জিকে ভোট দেবে না নস্যশেখরা।
উল্লেখ্য, হিন্দু রাজবংশী থেকে ইসলামে ধর্মান্তিরত মুসলিমরা নিজেদের নস্যশেখ বলে দাবি করে থাকে। এমনিতেই ওবিসি কোটায় রাজ্যের সরকারি চাকরিতে সংরক্ষণ পায় নস্যশেখ সম্প্রদায়। তারওপর আবার আলাদা উন্নয়ন বোর্ডের দাবি জানানোয় উত্তরবঙ্গের রাজবংশী সমাজ ক্ষুব্ধ। তাদের কথায়, উত্তরবঙ্গের মুসলিমদের মধ্যে নস্যশেখদের সংখ্যা খুবই কম। কিন্তু নস্যশেখের নামে সাধারণ মুসলিমরা সুযোগসুবিধা পাওয়ার চক্রান্ত করছে। কিন্তু সরকার উত্তরবঙ্গের পিছিয়ে পড়া রাজবংশী সমাজের দিকে নজর দিচ্ছে না।