পুরীর জগন্নাথ মন্দিরে নাকি দলিতদের প্রবেশ করতে দেওয়া হয় না- এমনই মিথ্যা এবং প্ররোচনামূলক মন্তব্য করার দায়ে বুদ্ধিজীবী, লেখক দেবদত্ত পট্টনায়েকের বিরুদ্ধে FIR দায়ের হলো। ভুবনেশ্বরের ক্যাপিটাল থানায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে।

গত ৩রা জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পুরীর জগন্নাথ দেবের একটি মন্দির নিয়ে একটি টুইট করেন দেবদত্ত পট্টনায়েক। সেই টুইটে তিনি হিন্দুদের সমাজের মধ্যে জাতপাত ও ভেদাভেদ উস্কে দেওয়ার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন।
অনিল বিসওয়াল নামে এক ব্যক্তি দেবদত্ত-এর FIR দায়ের করেছেন। দায়ের করা FIR-এ দেবদত্ত-এর বিরুদ্ধে জগন্নাথ দেবের অবমাননা করার অভিযোগ আনা হয়েছে। পাশপাশি, সমাজের মধ্যে ঘৃণা ও জাতপাত উস্কে দেওয়ার চেষ্টা করার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। কারণ, জগন্নাথ দেবের মন্দিরে কোনো হিন্দুকে প্রবেশ করতে বাধা দেওয়া হয়না। পাশপাশি, মন্দিরে প্রবেশের সময় কোনো হিন্দু কোন জাতের, তাও কখনও জিজ্ঞেস করা হয় না মন্দির কতৃপক্ষের তরফে। কিন্তু দেবদত্ত পট্টনায়েক পরিকল্পিতভাবেই হিন্দু সমাজের মধ্যে ভেদাভেদ সৃষ্টির লক্ষ্যেই এমন মন্তব্য করেছেন। ফলে তাঁর মন্তব্যে আগামীদিনে জগন্নাথ মন্দিরের সম্বন্ধে দেশের হিন্দু জনতার মধ্যে ভুল ধারণা ছড়াতে পারে বলেও উল্লেখ করা হয়েছে FIR-এ।