বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্থানের ওপর ধর্মীয় মৌলবাদীদের হামলা অব্যাহত। প্রায় রোজই হিন্দুদের মন্দিরে হামলার ঘটনা ঘটলেও দোষীদের গ্রেপ্তার কিংবা মন্দিরের নিরাপত্তা দিতে ব্যর্থ বাংলাদেশের পুলিশ-প্রশাসন।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের অন্তর্গত নয়াখালি গ্রামে ওই দুর্গা মন্দিরটি অবস্থিত। গত ১১ই জানুয়ারি, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুর্গা মন্দিরে আগুন দিলো মৌলবাদীরা। তাদের দেওয়া আগুনে মন্দিরের পূজার উপাচার এবং অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। মা দুর্গার প্রতিমাও পুড়ে গিয়েছে অনেকটাই। পরেরদিন সকালে অর্থাৎ গতকাল স্থানীয়রা এই ঘটনা দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। খবর যায় মেহেন্দিগঞ্জ থানায়। পুলিশের একটি দল মন্দির চত্বর ঘুরে দেখে এবং দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দেয়।