এক মুসলিম যুবক তাঁর হিন্দু প্রেমিকার সঙ্গে দেখা করতে বেঙ্গালুরু থেকে এসেছিলেন উত্তর প্রদেশে। উপহার নিয়ে পৌঁছে গিয়েছিলেন প্রেমিকার বাড়িতে। কিন্তু প্রেমিকার পরিবার যখন জানতে পারলো যে তাদের প্রেম অনলাইনের এবং সে মুসলিম, তখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। প্রতিবেশীরা মিলে ধোলাই দিলেন ওই যুবককে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়েই ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনা উত্তর প্রদেশের লখিমপুর খেরী এলাকার।
জানা গিয়েছে, ওই মুসলিম যুবক বেঙ্গালুরুর বাসিন্দা। গত বছর এপ্রিল মাস নাগাদ উত্তর প্রদেশের ওই হিন্দু নাবালিকার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ওই যুবকের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই যুবকের দাবি, গতকাল জন্মদিনে প্রেমিকার সঙ্গে দেখা করতেই বিমানে চেপে লখনৌ আসে সে। সোজা প্রেমিকার বাড়ি পৌঁছে যায় সে। কিন্তু নিজের পরিচয় দেওয়ার পরেই বদলে যায় পরিস্থিতি। ওই যুবক মুসলিম জানার পরই তাঁর প্রেমিকা অবাক হয়ে যায়। প্রেমিকার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে হিন্দু পরিচয়ে প্রেমের জালে ফাঁসিয়ে নিয়ে যেতে এসেছিলেন ওই যুবক। চিৎকার চেঁচামেতিতে প্রতিবেশীরা জড়ো হন। তাঁরা ওই যুবককে আটকে রেখে মারধর করেন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ওই যুবককে। পরে অবশ্য ওই যুবককে ছেড়ে দেয় পুলিশ।