না, এটা কোনো বাংলাদেশের ঘটনা নয়। এই ঘটনা সম্প্রীতির পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার। রাতের অন্ধকারে শ্রী হনুমান মন্দিরে হামলা চালানোর ঘটনা ঘটলো। দুষ্কৃতীরা মন্দিরের দরজা ভেঙে ভিতরে থাকা মূর্তিটি ভাঙচুর করে মন্দিরের বাইরে ফেলে দিয়ে চলে যায়। গতকাল রাতে এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, বীরপাড়ার ফালাকাটা রোডের পাশেই রয়েছে শ্রী হনুমানের মন্দিরটি। কিন্তু গতকাল রাতে অন্ধকারের সুযোগ নিয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা হামলা চালায় মন্দিরে। তাঁরা মন্দিরের দরজা ভেঙে ফেলে। পাশপাশি মন্দিরের ভিতরে থাকা মূর্তিটি ভেঙে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে যায়। তবে মূর্তিটি কংক্রিটের তৈরি হওয়ায় তেমন কোনো বড়সড় ক্ষতি হয়নি। তবে এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।
উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরেই আলিপুরদুয়ার জেলার হিন্দু মন্দিরগুলিকে বেছে বেছে টার্গেট করছে দুষ্কৃতীরা। এর আগে সলসলাবাড়িতে দুর্গা মন্দির, বানারহাট এবং এথেলবাড়িতে মন্দিরে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফালাকাটা রোডের হনুমান মন্দিরে হামলার ঘটনা ঘটলো। তবে প্রতি ক্ষেত্রে রাতের অন্ধকারেই হিন্দু মন্দিরে হামলা চালানোর ঘটনা ঘটছে।