ঔরঙ্গাবাদের নাম পাল্টে সম্ভাজীনগর করা ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে বিবাদ শুরু হয়েছে মহারাষ্ট্রে। শিবসেনা নাম পরিবর্তন করতে বদ্ধপরিকর হলেও আপত্তি জানিয়েছে বর্তমান মহারাষ্ট্র সরকারে শিব সেনার শরিক কংগ্রেস ও এনসিপি। তাঁরা নিজেদের অসন্তোষ ব্যক্ত করে জানিয়েছে যে, মহাবিকাশ আগাড়িতে শিব সেনা একা নেই, তাই তাঁরা একা সিদ্ধান্ত নিতে পারে না। আর এইসব ঘিরে মন্তব্য ও পাল্টা মন্তব্যে উত্তপ্ত মহারাষ্ট্রের রাজনীতি।
মহারাষ্ট্রের প্রভাবশালী শিব সেনা নেতা সঞ্জয় রাউতের হুঙ্কার, সম্ভাজীনগর, সম্ভাজীনগরই থাকবে।কোনোভাবেই তা পরিবর্তন করা হবে। একই মত উদ্ধব ঠাকরের। তাঁর কথায়, এই পরিবর্তনে নতুন কিছু নেই। আমি অনেক দিন ধরেই ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করার কথা বলে আসছি। বালাসাহেব ঠাকরে যা করে এসেছেন, আমিও তা-ই করবো। তিনি মুঘল শাসক ঔরংজেব-এর কথা বলতে গিয়ে বলেন, উনি সেক্যুলার শাসক ছিলেন না। তাই তাঁর নাম রাখার কোনো প্রয়োজনীয়তা নেই।