এক হিন্দু বৃদ্ধাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল এক খ্রিষ্টান যুবকের বিরুদ্ধে। প্রকাশ্য দিবালোকে ওই বৃদ্ধাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করে রাস্তায় ফেলে পালিয়ে যায় ওই যুবক। ঘটনা আসামের পাথারকান্দির বালিপিপলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারাপুর গ্রামে। ঘটনায় অভিযুক্ত খ্রিস্টান যুবক পলাতক।
জানা গিয়েছে, মানিকবন্দ এলাকার টঙ্গিয়া গ্রামের ওই খ্রিস্টান যুবক গতকাল সকাল নয়টা নাগাদ তারাপুর গ্রামে আসে। সূত্রের খবর, কোনো এক বিশেষ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। সেইসময় হঠাৎই ওই যুবক কুড়াল বের করে ওই বৃদ্ধার মাথায় আঘাত করে। তারপর টানতে টানতে ওই বৃদ্ধার দেহ রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়। বৃদ্ধার আর্তনাদে স্থানীয় বাসিন্দাদের দুই-একজন ছুটে আসেন। তাঁরা ওই যুবককে ছুটে পালিয়ে যেতে দেখেন। পরে ঘটনাস্থলে আরও অনেকে এসে ভিড় করেন। তাঁরা রক্তে ভেসে যাওয়া বৃদ্ধার মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন। তাঁরা ইতিমধ্যে ওই বৃদ্ধার খুনিকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।