জিহাদ পৌঁছে গিয়েছে কোচবিহার জেলায়। বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে, লাভ জিহাদের শিকার হচ্ছেন রাজবংশী তরুণী ও নাবালিকারা। জেলার মধ্যে শিতলকুচি এবং সিতাই ব্লকে লাভ জিহাদের শিকার হওয়ার ঘটনা বেশি।

এবার লাভ জিহাদের শিকার হলেন শিতলকুচি ব্লকের নাবালিকা শম্পা বর্মন(নাম পরিবর্তিত)। তাঁর পিতার অভিযোগ, ঘটনার দিন তাঁর মেয়ে পঞ্চারহাট বাজারে গিয়েছিল। অভিযোগ, স্থানীয় যুবক সাহানুর মিঞা ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়। পরে ওই নাবালিকার পিতা শিতলকুচি থানায় গত ৪ঠা জানুয়ারি অভিযুক্ত মুসলিম যুবক সাহানুর মিঞা এবং আরও তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সূত্রের খবর, পুলিশ ওই নাবালিকার পিতাকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করার প্রতিশ্রুতি দেন। কিন্তু তারপরেও উদ্ধার হয়নি ওই নাবালিকা।
We are not big media organisation. Your support is what keeps us moving. Don't hesitate to contribute because, work, for society needs society's support. Jai Hind.