প্রকাশিত খবরে সমালোচনা করায় এক সাংবাদিককে চড় মারলেন তৃণমূল বিধায়ক। ঘটনা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির। গতকাল মঙ্গলবার ময়নাগুড়ির বল খেলার মাঠে ওপেন জিম উদ্বোধনীর অনুষ্ঠানে ওই সাংবাদিককে চড় মারা হয় বলে অভিযোগ। ঘটনার নিন্দায় সরব সবাই।
‛বর্তমান’-এ প্রকাশিত খবরে জানা গিয়েছে, গতকাল জিম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অনন্তদেব অধিকারী। সেইসময় উপস্থিত ছিলেন ‛বর্তমান’-এর ওই স্থানীয় সাংবাদিক। অভিযোগ, বিধায়কসহ অন্যান্য নেতারা চেয়ারে বসে গল্প করছিলেন। সেসময় ওই সাংবাদিককে ডাকেন বিধায়ক। তারপর তাঁর সমালোচনা করে খবর লিখতে নিষেধও করেন তিনি। তা নিয়ে ওই সাংবাদিক ও বিধায়কের একটু কথা কাটাকাটি হয়। সেসময় ওই সাংবাদিককে চড় মারেন ওই বিধায়ক, এমনটাই অভিযোগ।
প্রসঙ্গত, এর আগে গত সোমবার জল্পেশ মেলার মাঠে তৃণমূল বিধায়ক মন্তব্য করেছিলেন যে, তিনি বিধায়ক হলেও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ডাক পান না। আর সেই খবর প্রকাশিত হতেই ক্ষুব্ধ হন ওই বিধায়ক। অনেকের মতে, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। জন প্রতিনিধিদের সমালোচনা করা সংবাদ মাধ্যমের অধিকারের মধ্যে পড়ে। কিন্তু যেভাবে একজন সাংবাদিককে চড় মারা হলো, তা সংবাদ মাধ্যমের স্বাধীনতায় আঘাত বলে মনে করা হচ্ছে।