হাওয়ালার মাধ্যমে বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছে কট্টরপন্থী ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া(PFI)-এর নেতারা। এবং সেই অর্থ ব্যবহার করে কেরালার প্রত্যন্ত অঞ্চলে তাদের ক্যাডারদের অস্ত্র চালানো এবং বিস্ফোরক ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল কেরালার একটি স্পেশাল কোর্টে তাদের পেশ করা রিপোর্টে এমনই উল্লেখ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। উল্লেখ্য, এই মামলায় PFI-এর ছাত্র সংগঠন CFI(ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া)-এর সম্পাদক কেএ রউফ শরীফকে আগেই গ্রেপ্তার করেছিল ED।
গতকাল রউফ শরীফকে স্পেশাল কোর্টে তোলা হলে তাঁর জামিনের তীব্র বিরোধিতা করা হয় ইডির তরফে। ইডির অভিযোগ, বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ শরীফের কাছে এসেছে। আর সেই অর্থ কি কাজে খরচ করা হয়েছে, তাঁর হিসাব দিতে পারেনি সে।
উল্লেখ্য, এর আগে জঙ্গি প্রশিক্ষণ শিবিরের ব্যাপারে তদন্ত শুরু করেছিল NIA। ২০১৩ সালে একটি NIA কোর্টে পেশ করা চার্জশিটে উল্লেখ করা হয়েছিল যে কেরালার কাননুর জেলার নারাথ এলাকায় PFI তাঁর ক্যাডারদের জঙ্গি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বৃদ্ধি, সাম্প্রদায়িক দাঙ্গায় যাতে নিজেদের ক্যাডাররা উল্লেখযোগ্য ভূমিকা রাখে সে জন্য তাদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। আর সেই কাজে বিপুল পরিমাণ অর্থ হাওয়ালার মাধ্যমে জোগাড় করে হয়েছিল।