বাংলাদেশে ইসলামিক মৌলবাদীদের তান্ডব অব্যাহত। আর তাদের দাপটের কারণে সে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মস্থান নিরাপদ নেই। প্রায় রোজই দেশের কোনও না কোনও স্থানে হামলার শিকার হচ্ছে হিন্দু মন্দির এবং ভাঙচুর করা হচ্ছে প্রতিমা।
এবার ঠাকুরগাঁও জেলার একটি মন্দিরের মা কালীর প্রতিমা ভাঙচুর করলো মৌলবাদীরা। গত ৩রা জানুয়ারি, রবিবার রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কিসমত সৈয়দপুর ইলুয়া পুকুর শ্বশানঘাট কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
ওই এলাকার বাসিন্দারা জানান, গতকাল রাতে কীর্তন গাইতে যাওয়ার সময় ওই কালী মন্দিরে প্রণাম জানাতে যায় তারা। এ সময় তারা মন্দিরের কালী প্রতিমাটি মাথা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের খবর দেন তারা। খবর দেওয়া হয় পুলিশেও। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়। তিনি দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছেন।