আবারও দুষ্কৃতীদের নিশানায় শান্তিপুর থানা এলাকার মন্দির। এবার রাতের অন্ধকারে মন্দিরে হানা দিয়ে যায়না ও রুপোর মূল্যবান অলঙ্কার চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনা শান্তিপুর শহরের ১নং ওয়ার্ডের পাবনা কলোনি এলাকার।
জানা গিয়েছে, গতকাল সোমবার সকালে প্রাতঃভ্রমনে বেরিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা লক্ষ্য করেন যে মন্দিরের গ্রিলের দরজা ভাঙা। খবর পেয়ে ছুটে আসেন মন্দির কমিটির লোকজনেরা। তাঁরা লক্ষ্য করেন, বিগ্রহের গায়ে থাকা সোনা ও রুপোর মূল্যবান অলঙ্কার খোয়া গিয়েছে। তাঁরা জানান, সোনার চোখ, রুপোর মুকুট ও গলার হারসহ বিগ্রহের সব কটি অলঙ্কার চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয়দের অনুমান, রবিবার রাতেই মন্দিরে হানা দিয়ে এই কান্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা।
এই মন্দিরে চুরি হওয়ার ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। কারণ বছর দুয়েক আগেই পাশের এলাকার মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। তবে গতকাল পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ এসে ঘটনাস্থল ঘুরে দেখে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।