মাত্র কয়েকদিন আগেই নবাবগঞ্জের হরিষকুল এলাকায় রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছিল রাধাগোবিন্দ মন্দিরের একাধিক প্রতিমা। সেই ঘটনার পর এক সপ্তাহও কাটেনি। তার মধ্যেই একই উপজেলার আর একটি মন্দির ধর্মীয় মৌলবাদীদের হামলার শিকার হলো। এবার একই এলাকার একটি শীতলা মন্দিরের মূর্তি ভাঙচুর করা হলো।
জানা গিয়েছে, গত ২৩শে ডিসেম্বর রাতে ওই মন্দিরে হামলা চালানো হয়। ওই দুষ্কৃতীরা মা শীতলার দুটি হাত ভেঙে দেয়। পরেরদিন সকালে স্থানীয়রা তা দেখার পর ক্ষোভে ফেটে পড়েন। কারণ কয়েকদিন আগেই পাশের এলাকার রাধাগোবিন্দ মন্দিরে হামলা চালিয়ে মূর্তি ভেঙে মন্দিরের বাইরে ফেলে দিয়ে চলে গিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনায় এখনও পর্যন্ত কোনো দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারপরে আবার একটি মন্দিরের প্রতিমা ভাঙ্গায় ক্ষুব্ধ হিন্দুরা। এই ঘটনার পর তাঁরা মন্দিরের নিরাপত্তা জোরদার করার জন্য স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন।