আবার এ রাজ্যে আল কায়দা জঙ্গি গ্রেপ্তার। এবার মুর্শিদাবাদের জলঙ্গি থেকে এক আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করলেন NIA-এর অফিসাররা। গতকাল ২১শে ডিসেম্বর, সোমবার রাতে অভিযান চালিয়ে মোশারফ মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গিয়েছে, গতকাল রাতে NIA-এর একটি দল পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় নছেরেরপাড়া গ্রামের আব্দুল মন্ডলের বাড়িতে। সেখান থেকে আটক করা হয় মোশারফ মন্ডলকে। সূত্রের খবর, ইসলামিক জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যুক্ত ওই ব্যক্তি। আজ সকালে ঘটনার কথা জানাজানি হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মুর্শিদাবাদে জঙ্গি গ্রেপ্তার হওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে জলঙ্গি থেকে ৫ আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর ডোমকল এলাকা থেকেও জঙ্গি গ্রেপ্তার হয়েছিল। তারপর জলঙ্গি থেকে একজন গ্রেপ্তার হলো।