কেরালার পালাক্কাড পুরসভা নির্বাচনে সবাইকে চমকে দিয়ে জয়লাভ করেছে বিজেপি। আর তারপরেই রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়েছে পালাক্কাড এলাকায়। একের পর এক বিজেপি কর্মীদের মারধর, RSS অফিসে ভাঙচুর চালানোর ঘটনা ঘটছে। এবার পালাক্কাড এলাকার সুব্রামানিয়ান মন্দিরে ভাঙচুর চালালো সিপিআইএম-এর গুন্ডাবাহিনী। আজ শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
সুব্রামানিয়ান মন্দিরটি খুব বড় না হলেও স্থানীয় হিন্দুদের কাছে খুবই জনপ্রিয়। জানা গিয়েছে, আজ সকালে একদল সিপিআইএম আশ্রিত দুষ্কৃতী মন্দিরে হামলা চালায়। তাঁরা মন্দিরের ভিতরে যথেচ্ছ ভাঙচুর চালায়। পূজার নানারকম জিনিসপত্র ও উপাচার ভেঙে বাইরে ফেলে দেয়। এছাড়া, মন্দিরে থাকা প্রনামীর বাক্স ভেঙে টাকাও লুঠ করে নিয়ে গিয়েছে তাঁরা। এই ঘটনার পরে রাজনৈতিক হিংসা ব্যাপক আকার ধারণ করেছে পালাক্কাড এলাকায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজেদের হার মানতে না পেরে সিপিআইএম পরিকল্পনা করে হিংসা ছড়িয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে।