আবার নাইজেরিয়ায় হামলা চালালো ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন বোকো হারাম। এবার দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ার ডিফা অঞ্চলের তৌমৌর গ্রামে হামলা চালিয়ে কয়েকশ বাড়ি আগুনে পুড়িয়ে দেয় জিহাদিরা। সেইসঙ্গে নির্বিচারে চালানো হয় গুলি। জিহাদিদের দেওয়া আগুন এবং গুলিতে কমপক্ষে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত বফু মানুষ নিখোঁজ রয়েছেন।
প্রসঙ্গত, বোকো হারাম নাইজেরিয়ার ভয়ঙ্কর ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন। ‛বোকো হারাম’ কথার অর্থ হলো আধুনিক শিক্ষা হারাম। জঙ্গি সংগঠনটি নাইজেরিয়াকে ইসলামীক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে।
ডিফা অঞ্চলে নাইজেরিয়ার অন্যান্য প্রান্ত থেকে উৎখাত হওয়া এক লক্ষের বেশি মানুষ বসবাস করেন। রবিবার ওই অঞ্চলে নির্বাচন হওয়ার কথা ছিল। তার কয়েক ঘন্টা আগেই হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। প্রথমে গ্রামের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে অনেকেই যখন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেসময় তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে জঙ্গিরা। তাতে অনেকের মৃত্যু হয়। পাশাপাশি, আগুনে পুড়েও অনেকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সরকারি হিসেবে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনেকের আশঙ্কা। কারণ এখনও বহু গ্রামবাসীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
Image credit: CNN