খাগড়াগড় কাণ্ডের সঙ্গে যুক্ত এক জামাত-উল-মুজাহিদিন-বাংলাদেশ(JMB) জঙ্গিকে বীরভূম থেকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের নাম নাজিবুল্লা(৫০)। সে বীরভূম জেলার পাইকর থানা এলাকার কাবিলনগরের বাসিন্দা। গতকাল ১০ই ডিসেম্বর, বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করেন এসটিএফ-এর অফিসাররা।
জানা গিয়েছে, ওই ব্যক্তির কাবিলনগর এলাকায় একটি চায়ের দোকান ছিল। তারই ফাঁকে ফেসবুকে সাকিব আলী নামে একটি প্রোফাইল খুলেছিল সে। সেই প্রোফাইল থেকেই নানারকম দেশবিরোধী এবং প্রচার চালাতো। তারপরেই তাঁর ওপর নজর রাখতে শুরু করে পুলিশ। তারপরেই গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি থেকে কম্পিউটার, ল্যাপটপ এবং বেশ কয়েকটি ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। সূত্রের খবর, তাঁর সঙ্গে মৌলবাদী জঙ্গি সংগঠন JMB-এর সঙ্গে যোগ ছিল। তবে এর মধ্যে সে কোনো নাশকতার ছক কষছিলো কিনা, তা তদন্ত করে দেখছেন গোয়েন্দারা।