সিলেট প্রতিনিধিঃ– ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে গতকাল ৮ই ডিসেম্বর, সকাল ৬টার দিকে দীলিপ কুমার নাগেল দুটো ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নান্না মিয়ার ছেলে ইকরামুল আমিন বাবু ২০-২৫ জনের একটি দল নিয়ে এসে ভেকু দিয়ে দীলিপ বাবুর দুটি টিনের ঘর গুঁড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দীলিপ কুমার প্রেস কনফারেন্সে অভিযোগ করেন, তার পৈত্রিক ভিটাসহ অন্যান্য জায়গা দখল করার পায়তারা করছে এই মহল ।
গত দুই মাস ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।আজ মঙ্গলবার ভোরে তারা ভেকু দিয়ে তার ২০ হাত লম্বা এবং ৮ হাত প্রশস্ত দুটি ঘর সম্পূর্ণ গুঁড়িয়ে দেয় এ অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন।
এ ঘটনায় শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নান্না মিয়ার ছেলে ইকরামুল আমিন বাবুসহ আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।