হিন্দুদের কিভাবে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করতে হবে? কিভাবে তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণের দাওয়াত দিতে হবে? তা শেখাতে দুই মাসের ট্রেনিং-এর আয়োজন করা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে। এই ট্রেনিংয়ের আয়োজক ‛ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট’। রীতিমতো বিজ্ঞাপন ছাপিয়ে মুসলিমদের শেখানোর জন্য এই বিশেষ ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে।
জানা গিয়েছে, এই ট্রেনিং দুই মাসের কোর্স। প্রতি শুক্রবার এই ট্রেনিং দেওয়া হবে। কোর্সের প্রধান প্রশিক্ষক মুফতি যুবায়ের আহমদ। কোর্সের বিজ্ঞাপনে বলা হয়েছে, অমুসলিমরা জাহান্নামের আগুনে জ্বলবে। তাই তাদের বাঁচাতে ইসলাম ধৰ্ম গ্রহণের দাওয়াত দিতে হবে।
প্রসঙ্গত, বাংলদেশের সংখ্যালঘু হিন্দুর সংখ্যা দিন দিন কমছে। তাঁর ওপর অপহরণ করে হিন্দু মেয়েদের জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরণের ঘটনা তো আছেই। তার ওপর আবার দাওয়াত। ফলত, হিন্দুদের ধর্ম পালনের স্বাধীনতা এবং অধিকার সংরক্ষণ করার জায়গা কমছে।