জঙ্গিযোগ থাকা বিদেশি ইসলামিক সংগঠন থেকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য পাওয়ার অভিযোগের ভিত্তিতে আজমল ফাউন্ডেশন-এর প্রধান AIUDF সুপ্রিমো বদরুদ্দীন আজমলের বিরুদ্ধে FIR দায়ের করলেন সত্যরঞ্জন বরা। গতকাল দিসপুর থানায় আজমলের বিরুদ্ধে FIR দায়ের করেন তিনি।
কয়েকদিন আগেই Legal Rights Observatory নামে একটি সংস্থা আজমল ফাউন্ডেশনের বিষয়ে একটি রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে উল্লেখ করা হয় যে, আজমল ফাউন্ডেশন তুরস্ক, পালেস্তাইন এবং UK-এর একাধিক ইসলামিক সংগঠন থেকে ৬৯ কোটি ৫৫ লক্ষ টাকা অর্থ সাহায্য লাভ করেছে। কিন্তু সেই টাকার মধ্যে মাত্র ২ কোটি টাকা সেবামূলক কাজে খরচ করা হয়েছে। সেই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়। তা হলো এই যে আজমল ফাউন্ডেশনকে অর্থ সাহায্য করা সংগঠনগুলির সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা, হিজবুল মুজাহিদিনের সঙ্গে যোগ রয়েছে। আর সেই রিপোর্ট সামনে আসার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসামের রাজনৈতিক মহলে।
সেই সংস্থার আরও অভিযোগ ছিল, বদরুদ্দীন আজমল বিদেশি অর্থে বিজেপিকে প্রতিরোধ করতে খরচ করেছেন। যে জানার পর আজমলের বিরুদ্ধে তোপ দাগেন হিমন্ত বিশ্বশর্মা। তাঁর অভিযোগ, আজমল সন্ত্রাসবাদী সংগঠনের কাছ থেকে টাকা নিয়ে আসামের সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছেন। তিনি এতদিন নিজের টাকায় সেবা করেছেন, এই মিথ্যার পর্দাফাঁস হলো এইবার। পুলিশের উচিত পুরো বিষয়টি তদন্ত করে দেখার।