পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের ওপর মুসলিম মৌলবাদীদের অত্যাচার অব্যাহত। প্রায় প্রতিদিনই হিন্দু মেয়ে অপহরণ, ধর্ষণ কিংবা জোর করে ধর্মান্তরণের ঘটনার খবর পাওয়া যায়। এবার সেইরকম একটি ঘটনার খবর পাওয়া গেলো পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে। খবর অনুযায়ী, সিন্ধু প্রদেশের কুঁড়ি এলাকার নবাব ইউসুফ তালপুর গ্রামের হিন্দু নাবালিকাকে অপহরণ করা হয়েছে।
এই অপহরণের ঘটনার খবর টুইটারে প্রকাশ করেছেন পাকিস্তানের মানবাধিকার কর্মী রাহাত অস্টিন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ওই হিন্দু নাবালিকার নাম মোমাল কোহলি(১৫)। তাঁর পিতার নাম চান্দার কোহলি। নাবালিকার পিতার অভিযোগ, পাকিস্তানের প্রভাবশালী রাজনৈতিক নেতা নবাব ইউসুফ তালপুরের কর্মী মহম্মদ মজিদ তাদের মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে। তাদের কথায়, কিছু সশস্ত্র দুষ্কৃতী তাদের বাড়িতে আসে এবং তাদের নাবালিকা কন্যাকে অপহরণ করে নিয়ে যায়।
পাকিস্তানের সিন্ধু প্রদেশে হিন্দু মেয়েকে অপহরণ করে ধর্ষণ করা এবং পরে তাকে জোর করে ইসলামে ধর্মান্তরিত করার ঘটনা প্রায়ই ঘটে। এক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হিসেব অনুযায়ী, প্রতি বছর সিন্ধু প্রদেশে এক হাজারের বেশি হিন্দু মেয়েকে অপহরণ করে ইসলামে ধর্মান্তরিত করার ঘটনা ঘটে। এমনকি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেও কোনো ফল পাওয়া যায় না।