ইয়ালামিক রাষ্ট্র পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার অব্যাহত। ইসলামিক মৌলবাদীদের লাগাতার অত্যাচারের মুখে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।
এবার ঘটনা সিন্ধু প্রদেশের সুজাওয়াল গোথ এলাকার। পাকিস্তানের মানবাধিকার কর্মী রাহাত অস্টিনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২রা নভেম্বর একদল সশস্ত্র দুষ্কৃতী ২২ বছরের হিন্দু তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ওই দুষ্কৃতীরা গত ১ মাস লাগাতার গণধর্ষণ করে ওই তরুণীকে। তারপর গত ২৯শে বাড়ির কাছে ওই তরুণীকে ফেলে যায় তাঁরা।
পাকিস্তানের মানবাধিকার কর্মী রাহাত অস্টিন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, ওই তরুণী শুয়ে আছেন। তাঁর নড়াচড়ার ক্ষমতা তেমন নেই। তাঁর কাছে বসে রয়েছেন তাঁর পিতা হরি। তিনি কাঁদছেন এবং মাথা চাপড়ে বলছেন যে, পাকিস্তানে হিন্দু জন্মানো তাঁর জীবনের সবচেয়ে বড়ো অভিশাপ।
বস্তুত সিন্ধু প্রদেশে হিন্দু মেয়েদের অপহরণ করে ধর্ষণ, ইসলামে ধর্মান্তরণের ঘটনা নতুন নয়। এইসব ঘটনা সারা বিশ্বের মানুষের নজর কাড়লেও পাকিস্তানের প্রশাসন এসব দেখেও দেখে না। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হিন্দুরা।