রাতের অন্ধকারে হিন্দু মন্দিরের প্রতিমা ভাঙচুর করার ঘটনা বাংলাদেশে প্রায়ই শোনা যায়। কিন্তু পশ্চিমবঙ্গে এমন ঘটনা বিরল। এবার প্রতিমা ভাঙার ঘটনা ঘটলো কোচবিহার জেলার ধলুয়াবাড়িতে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা রাতের অন্ধকারে জগদ্ধাত্রী প্রতিমা এবং অন্যান্য প্রতিমা ভেঙে বাইরে ফেলে দেয়। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা।

জানা গিয়েছে, ধলুয়াবাড়িতে ‛যুবশক্তি রাঃ রাঃ’ ক্লাবের আয়োজনে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। আজ প্রতিমা বিসর্জন হওয়ার কথা ছিল। সেই মত গতকাল ২৬শে নভেম্বর, বৃহস্পতিবার রাতে ক্লাবের সদস্যরা আলোচনা সেরে যে যার বাড়ি চলে যান। কিন্তু আজ সকালে ক্লাবের সদস্যরা মণ্ডপে এসে হতভম্ব হয়ে পড়েন। তাঁরা দেখেন যে, জগদ্ধাত্রী প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি মূর্তি ভাঙচুর করে বাইরে ফেলে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে আশেপাশের মানুষজন মণ্ডপে ভিড় করেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি এবং গ্রেপ্তারীর কোনো খবর নেই।