আধুনিকতার নামে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ব্যঙ্গ করা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, সেক্যুলারিজমের নামে শুধুমাত্র হিন্দুদের টার্গেট করাও একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এর আগে শবরিমালা মন্দিরে জোর করে প্রবেশ করতে চেয়ে গ্রেপ্তার হওয়া রেহেনা ফতেমা এক নতুন ভিডিওতে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস নিয়ে ব্যঙ্গ করলেন। সোশ্যাল মিডিয়ায় এক নতুন ভিডিও আপলোড করলেন, যাতে তিনি দেখালেনযে কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। কিন্তু বিতর্কের সূত্রপাত রান্নার নাম ‛গোমাতা রেসিপি’ নিয়ে। আর সেই রেসিপি দেখার পর এক ক্ষুব্ধ ব্যক্তি কেরালা হাইকোর্টে মামলা দায়ের করেন এবং রেহেনা ফাতেমার বেল বাতিল করার আবেদন জানান।
সেই পিটিশনের ভিত্তিতে গতকাল বিচারপতি সুনীল থমাস রেহেনা ফতেমাকে শেষবারের মতো সতর্ক করে দেন। বিচারপতি বলেন রান্নার ভিডিওতে যেভাবে বারবার গোমাতা শব্দের উল্লেখ করা হয়েছে, তা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্যই এটা করা হয়েছে। অবিলম্বে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করার নির্দেশ দেন বিচারপতি। পাশপাশি স্থানীয় থানায় সপ্তাহে দুই দিন রেহেনা ফতেমাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। পাশপাশি, এর পরে যদি কোনো আপত্তিকর ভিডিও পোস্ট করেন, তাহলে তাঁর বেল বাতিল করার কথাও বলেছেন। প্রসঙ্গত, রেহেনা ফতেমা বর্তমানে জামিনে বাইরে রয়েছেন। এর আগে নারী অধিকারের অজুহাতে শবরিমালা মন্দির অপবিত্র করার চেষ্টা করেছিলেন তিনি।