নিজের মুসলিম নাম ও পরিচয় গোপন করে হিন্দু মহিলাকে প্রেমের জালে ফাঁসালেন এক যুবক। পরে ওই মহিলা বিয়ের কথা বলতেই আসল পরিচয় প্রকাশ করে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দেওয়া হয় ওই হিন্দু মহিলাকে। কিন্তু সত্য জানার প ওই হিন্দু মহিলা বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। তারপরেই মহম্মদ রহিম নামে ওই যুবককে পুলিশের হাতে তুলে দিলেন ওই মহিলা। ঘটনা ঝাড়খণ্ডের হাজারীবাগ জেলার বেহেরা গ্রামের।
জানা গিয়েছে, গ্রামের ওই মহিলা নিজের পুত্রকে নিয়ে একাই থাকতেন। স্বামীর মৃত্যুর পর নিজেই কাজ করে সংসার চালাতেন। কয়েকমাস আগে তাঁর সঙ্গে ফোনে পরিচিতি হয় এক যুবকের। যুবক নিজের নাম অর্জুন বলে। দীর্ঘদিন কথা বলার পর গত ১৫ই নভেম্বর অর্জুন ওই মহিলার বাড়িতে আসে। ওই মহিলার বাড়িতে ৫ দিন থাকার পর চলে যাওয়ার দিন মহিলাটি অর্জুনকে বিয়ে করতে বলে। তখন অর্জুন নামে ওই যুবক বিয়ে করতে রাজি হয়। কিন্তু বলে যে তাকে বিয়ে করতে হলে ইসলাম ধর্ম গ্রহন করতে হবে, কারণ সে মুসলিম এবং তাঁর আসল নাম মহম্মদ রহিম। কিন্তু তাতে ওই মহিলা রাজি হননি। তিনি তখন তাঁর প্রতিবেশীদের ডাকলে তাঁরা এসে মারধর করে পুলিশের হাতে তুলে দেন ওই যুবককে। ওই মহিলার প্রতারণার অভিযোগের ভিত্তিতে রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।