প্রকাশ্য দিবালোকে হিন্দু মহাসভার এক নেতাকে তাঁর বাড়ির সামনেই কুপিয়ে খুন করলো দুষ্কৃতীরা। গতকাল ২২শে নভেম্বর, রবিবার সকালে হসুর জেলার অনুমান্ধ নগরে এই ঘটনা ঘটে। মৃত নাগরাজ তামিলনাড়ুর হিন্দু মহাসভার রাজ্য সম্পাদক ছিলেন।
জানা গিয়েছে, গতকাল সকালে অন্যান্য দিনের মতো সকালে হাঁটতে বাড়ি থেকে বের হন নাগরাজ। সেই সময় কয়েকজন দুষ্কৃতী গাড়ি করে তাঁর সামনে আসে। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে নাগরাজের মাথায় ও ঘাড়ে কোপায়। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের কোপে তাঁর মাথায় গভীর ক্ষত তৈরি হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হিন্দু মহাসভার নেতা নাগরাজের।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৃষ্ণগিরি থানার পুলিশ। তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের বক্তব্য, পূর্ব শত্রুতার কারণে খুন করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে জানা গিয়েছে, কিছুদিন ধরেই ওই নেতাকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। যে কারণে তিনি নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু পুলিশের তরফে ওই নেতাকে নিরাপত্তা দিতে অস্বীকার করা হয়। আর তারপরেই বাড়ির সামনেই প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করা হলো হিন্দু মহাসভার নেতা নাগরাজকে।